Modi, Reels, রিলস বানিয়ে লক্ষাধিক টাকা রোজগারের সুযোগ দিচ্ছে মোদী সরকার! তবে শর্ত আছে একটা

আমাদের ভারত, ১৬ নভেম্বর: সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরি করা আজকাল ট্রেন্ড। অনেকেরই নেশা এটা। বহু মানুষ ঘরে- বাইরে, বাসে ট্রেনে, ব্রিজে, স্টেশনে, রিলস তৈরি করে। এই রিরস তৈরি করা অনেক সময় সাধারণ মানুষের অসুবিধার বা বিরক্তির কারণ হয়। কিন্তু এবার এই রিলস তৈরি করার নেশাই এবার লাভজনক হয়ে উঠতে পারে। রিল তৈরীর এক প্রতিযোগিতার আয়োজন করছে মোদী সরকার।

সরকার আয়োজিত এই প্রতিযোগিতায় জিতলে সুযোগ থাকবে মোটা অঙ্কের নগদ পুরস্কার জেতার। ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ান ট্রান্সপোর্ট কর্পোরেশন বা এনসিআরটিসি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার নাম “নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন”। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি শর্ট ফিল্ম বা রিলস তৈরি করতে হবে।

তবে তার জন্য একটা শর্ত আছে। অত্যাধুনিক নমো ভারত ট্রেন এবং আরআরটিএস বা রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম স্টেশনে থাকতে হবে। কলেজ ছাত্র থেকে চলচ্চিত্র বা কনটেন্ট নির্মাতা, চাকুরীজীবী, ব্যবসায়ী যে কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সকলের জন্যই এই প্রতিযোগিতার দরজা খোলা। এর জন্য কোনো ধরা বাধা বিষয় বা কাহিনী নেই। শুধুমাত্র এই আধুনিক পরিবহন ব্যবস্থা লগুলিকে সৃজনশীল উদ্ভাবনীয় শৈল্পিক উপায় তুলে ধরতে হবে।

আরআরটিএস স্টেশন এবং নম ভারত ট্রেনে প্রায় বিনামূল্যেই উচ্চমানের ভিডিও তোলা যায়। আলাদা করে আলো বা অন্য কিছুর জন্য খরচ লাগে না। অংশগ্রহণকারীদের হিন্দি বা ইংরেজিতে তৈরি রিলস জমা দিতে হবে। সমস্ত রিলস এমপি ফোর বা এমভি ফরমেটে জমা দিতে হবে।ন্যূনতম রেজুলেশন হতে হবে ১০৮০ পি ।

রিলস জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। অংশগ্রহণকারীরা সাবটাইটেল দিতে চাইলে দিতে পারেন তবে বাধ্যতামূলক নয়। অংশগ্রহণের জন্য রিলস নির্মাতাদের pr@ncrtc.in ঠিকানায় ইমেইল করতে হবে। ইমেইলের বিষয়ে লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর নমো ভারত শর্ট ফিল্ম মেকিং কম্পিটিশন। ইমেইলের রিরস নির্মাতার পুরো নাম, ১০০ শব্দের মধ্যে কাহিনী সংক্ষিপ্তসার, রিলসের আনুমানিক সময় কাল জানাতে হবে। প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ীকে নগদ পুরস্কার দেওয়া হবে। প্রথম স্থান অধিকারী পাবে দেড় লক্ষ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবে এক লক্ষ টাকা। তৃতীয় স্থান অধিকারী পাবে ৫০ হাজার টাকা। বিজয়ীদের তৈরি রিলস গুলি ncrtc digital platform গুলিতে দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *