water problem, Bhatpara, ভাটপাড়ার বাসিন্দাদের জল যন্ত্রণা সামাল দিতে পথে নামলেন বিধায়ক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ আগস্ট: কল্যাণী এক্সপ্রেসওয়ের পার্শ্ববর্তী ভাটপাড়া পৌর এলাকায় জমা জলের সমস্যা সমাধানে এলাকা পরিদর্শন করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। সম্প্রতি জমা জলের সমস্যায় ভুগছে ভাটপাড়া পৌর এলাকার বেশ কিছু ওয়ার্ড। অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ভাটপাড়া ও জগদ্দলের বিস্তীর্ণ অঞ্চল।

অভিযোগ, ব্যারাকপুর- কল্যানী এক্সপ্রেসওয়ের কাজ যবে থেকে শুরু হয়েছে তারপর থেকেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে এক্সপ্রেসওয়ে সংলগ্ন ভাটপাড়া ও জগদ্দলের বিভিন্ন অঞ্চল। বিশেষ করে ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ড, মণ্ডল পাড়া এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে। অভিযোগ, এক্সপ্রেসওয়ের কাজ করার ফলে রাস্তাটি পার্শ্ববর্তী পৌর এলাকার থেকে উঁচু হয়ে গেছে। তাই এক্সপ্রেসওয়ের ধারে যে ড্রেন করা হয়েছে সেই ড্রেনে গিয়ে জল পড়ছে না। ফলে জল জমে যাচ্ছে ভাটপাড়া ও জগদ্দলের বিস্তীর্ণ অঞ্চলে। যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষদের।

দীর্ঘ দিন ধরে জল জমে থাকার জন্য ক্ষোভ জমছে এলাকার বাসিন্দাদের মধ্যে। সেই জমা জল কিভাবে অন্যত্র সরিয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শনে এলেন ভাটপাড়া পৌরসভার পৌর কর্তৃপক্ষ, কেএমডিএর আধিকারিকরা এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এদিন বিধায়ক বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন এবং যত শীঘ্র সম্ভব সুষ্ঠু জল নিকাশের ব্যবস্থা করার জন্য কেএমডিএর আধিকারিকদের সাথে আলোচনা করেন। এদিন তিনি দ্রুত এই সমস্যার সমাধান করার আশ্বাস দেন।

এদিন বিধায়ক বলেন, “কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের কাজ হওয়ায় রাস্তা উঁচু হয়ে গেছে, আর ভাটপাড়া পৌর এলাকা ও পঞ্চায়েত এলাকা নিচু হয়ে গেছে, ফলে এই সমস্ত এলাকায় জল জমে থাকছে। এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা হয় তাই আমি নিজে পিডব্লিউডি ও হাইরোড অথরিটির আধিকারিকদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলাম। তাই আজ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা আজ এসেছেন পরিস্থিতি খতিয়ে দেখতে। আপাতত এই জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পাম্প বসিয়ে জল বের করবার ব্যবস্থা করা হবে। তবে আমরা বলেছিলাম হাইওয়ে অথরিটি যে ড্রেন বানিয়েছে তাতে কোনো কাজ হচ্ছে না, তাই আমরা নতুন করে পৃথক ড্রেন তৈরী করে দেওয়ার দাবি জানিয়েছি। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *