BKS, Nadia, গাছ বিতরণ করল ভারতীয় কিষাণ সংঘ

পারুল খামারিয়া, আমাদের ভারত, নদিয়া, ৮
আগস্ট: গতকাল ও আজ ভারতীয় কিষাণ সংঘের নদিয়া জেলার পক্ষ থেকে রানাঘাট-১ ব্লকের তারাপুর পঞ্চায়েত-এর অন্তর্গত সুরেশনগর গ্রামে ৫০ টি আমের গাছ বিতরণ করা হল। উপস্থিত ছিলেন রানাঘাট-১ বিকাশ খন্ডের সভাপতি সুশান্ত বিশ্বাস ও অন্যান্য সদস্যরা।

এদিন সকাল থেকেই গাছ দেবার জন্য গ্রামবাসীদের জানানো হয়। গ্রামবাসীরা এক জায়গায় সমবেত হন। তারা উপস্থিত হলে এই গ্রামের ৫০টি পরিবারকে একটি করে হিমসাগর আমের গাছ দেওয়া হয়। গাছ তুলে দেন ভারতীয় কিষাণ সংঘের সদস্যরা।

এই গাছ বিতরণ করা নিয়ে রানাঘাট-১ বিকাশ খন্ডের সভাপতি সুশান্ত বিশ্বাস বলেন, “আজ আমরা ভারতীয় কিষাণ সংঘ, নদিয়া জেলার পক্ষ থেকে ৫০টি হিমসাগর আমের কলমের চারা গ্রামবাসীদের দিলাম। গাছগুলো বড়ো হলে ফল আসবে গাছে। আর সেটা মানুষের খাবারের পাশাপাশি পশুপাখিদেরও খাবারের যোগান দেবে। আমরা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে চাই, প্রকৃতিকে রক্ষা করতে চাই”।

এই গাছ বিতরণ নিয়ে ভারতীয় কিষাণ সংঘের নদিয়া জেলার সম্পাদক মিলন খামারিয়া জানান, “আজ ৫০টা গাছ সুরেশনগর গ্রামে বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও পশুপাখিদের রক্ষা করার জন্য ভারতীয় কিষাণ সংঘ কাজ করছে। জনগণকে বলবো, আপনারা গাছ লাগান – প্রকৃতি ও নিজেদের বাঁচান। আসুন আমরা পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি।”

‘আগে দিয়ে বেড়া, তারপর ধরো গাছের গোড়া’- বেড়া না দিলে খোলা জায়গায় গাছ বাঁচানো মুস্কিল হয়। সেইজন্য প্রত্যেক গ্রামবাসীর হাতে গাছ তুলে দেওয়া হয়েছে, যাতে তারা বাড়িতে বেড়া দিয়ে যত্ন করে গাছ লাগান – বলেও জানান সুশান্ত বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *