child, police, পুলিশের তৎপরতায় নিঁখোজ ৪ বছরের শিশু ফিরে পেল তার মা-বাবাকে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুন: পুলিশের তৎপরতায় একটি ৪ বছরের শিশু ফিরে গেল তার মা বাবার কোলে। পাত্রসায়রের কাকা টিয়া গ্রামে একটি ৪ বছরের শিশু কন্যাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন গ্রামবাসীরা। তারা শিশুটির কাছে তার বাবা- মায়ের নাম ও বাড়ি কোথায় জানতে চাইলেও শিশুটি কোনো কিছু জানাতে পারেনি। গ্রামবাসীরা বিষয়টি পুলিশকে জানায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে আসে। শিশুটিকে পরিচর্যায় রাখা হয়। পুলিশ স্থানীয় সূত্রের মাধ্যমে শিশুটির বাবা- মায়ের খোঁজ করতে শুরু করে। অবশেষে খোঁজ মেলে বাবা মায়ের। পরিচয় যাচাই করে পুলিশ ছেলেটিকে বাবামায়ের হাতে তুলে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *