পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: ২১ শে জুলাইয়ের শহিদ সমাবেশ উপলক্ষে বুধবার একটি সভা হলো তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মেদিনীপুর সাংগঠনিক জেলার আহ্বানে এই সভা হয়। আগামী ২১ জুলাই ধর্মতলায় শহিদ সমাবেশেকে সফল করার আহ্বান জানানো হয় এই সভা থেকে।
সভায় উপস্থিত ছিলেন বিধায়ক দিনেন রায় সহ সংগঠনের সমস্ত নেতা, সদস্য, সদস্যা সহ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। বেশি সংখ্যক মানুষকে এবার শহিদ সমাবেশে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই সভায়।