আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ ডিসেম্বর: ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সরেনের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে একটি কমিউনিটি সেন্টার উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুঁটি জেলার সেলদা এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া পোস্টার দেখে ওই ঘটনায় মাওবাদী যোগ দেখছে ঝাড়খন্ড পুলিশ।
রবিবার রাজধানী রাঁচি শহরের মোরাবাদি ময়দানে দুপুর দুটো নাগাদ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের নেতা হেমন্ত সরেন। খুঁটি এলাকায় এই সময় আফিম চাষ করে টাকা রোজগার করার অভিযোগ রয়েছে মাওবাদীদের বিরুদ্ধে। তাই ওই এলাকা থেকে পুলিশি নজরদারি ও পুলিশ ক্যাম্প সরাতেই মাওবাদীদের এই বিস্ফোরণ বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খুঁটির ডিএসপি আশিস মাহালী।