অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২১ মার্চ: প্রায় এক কিমি লম্বা লাইন। কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠেসাঠেসি করে লাইনে দাঁড়িয়ে কয়েক’শ মানুষ। কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে তারা গ্যাসের জন্য লাইনে দাঁড়য়েছেন।
করোনা যাতে ছড়িয়ে না পরে তাই এক জায়গায় বেশী ভিড় করতে মানা। কিন্তু গ্যাস অফিসে লম্বা লাইন কারণটা কী? পরে জানা গেলো গ্যাস পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে আর কোথাও গ্যাসের সমস্যা নেই শুধু মাত্র ঝাড়গ্রামের গ্যাস ডিস্ট্রিবিউটার এই সমস্যা তৈরি করছে বলে অভিযোগ গ্রাহকদের। ঝাড়গ্রামের গ্যাস এজেন্সির কালো বাজারির জন্য এই সমস্যা বলে বক্তব্য সাধারণ মানুষের।
একদিকে সরকার মানুষকে বাড়ি থেকে বেরোতে বারণ করছে। অপর দিকে গ্যাসের জন্য বাধ্য হচ্ছেন বাড়ি থেকে বেরোতে। করোনা ভাইরাসের থেকে যেমন বাঁচতে হবে, তেমনই পেট বাঁচানোর লড়াই এখন বড় হয়ে দাড়িয়েছে জঙ্গল মহলে। চরম চিন্তায় ঝাড়গ্রাম বাসী। ভেতরে ভেতরে খোলা দরজা দিয়ে গ্যাস পৌছে যাচ্ছ অন্যত্র। গাড়ি ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য। সবই চলছে বুড়ো আঙ্গুল দেখিয়ে অভিযোগ গ্রহকদের।