পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: ডিজিটাল যুগে হারিয়ে গিয়েছে হস্তশিল্পের ছোঁয়া। কচিকাঁচাদের সৃজনশীল মানসিকতা ও উদ্ভাবনী শক্তির বিকাশের জন্য প্রতি বছরের মতোই এবছরও মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে আয়োজিত হলো রাখি ও দেশের পতাকা তৈরির কর্মশালা।
সামনেই দেশের স্বাধীনতা দিবস। এরপরেই রাখি বন্ধন উৎসব। সেই উপলক্ষেই স্কুলের সংগ্রহ করা বিভিন্ন ফলের বীজ ও রঙিন কাগজ এবং উল দিয়ে তৈরি করছে সুন্দর সুন্দর রাখি। এর পাশাপাশি কাগজ কেটে নিজেদের হাতে দেশের জাতীয় পতাকা এঁকে রং করে তৈরি করছে ছাত্র ছাত্রীরা।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমসুন্দর মহাপাত্র জানান, পড়াশোনার পাশাপাশি কচিকাঁচাদের হাতেকলমে শিক্ষা আগামী দিনে তাদের চলার পথে পাথেও হয়ে থাকবে।