বজরং ব্যয়ামাগারের দিন রাতের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল মেদিনীপুর শহরের অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব্যায়ামাগার আয়োজিত অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম মেগা স্পোটর্স ইভেন্ট সুধা তুলসীয়ান, বিন্দা দেবী মেমোরিয়াল দিন রাতের ক্রিকেট প্রতিযোগিতা। মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে আয়োজিত তিন দিনের এই প্রতিযোগিতা এবছর কুড়ি বছরে পা দিল।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক ড: রশ্মি কোমল। প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি ব্যাট হাতে মাঠে নেমে ব্যাট-বলে সংযোগ ঘটিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শাসক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পৌর প্রশাসক মন্ডলীর সদস্য নির্মাল্য চক্রবর্তী, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া, সমাজসেবী গোপাল সাহা, ডিআরডিও’র বিজ্ঞানী পিসি গোপ, ক্রীড়াবিদ্ তপন রাজ, ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্যামসুন্দর গোপ, টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি বরুন আগরওয়াল প্রমুখ।

সবাইকে স্বাগত জানান টুর্নামেন্ট কমিটির জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির জয়েন্ট সেক্রেটারি কুন্দন গোপ। পাশাপাশি এদিন সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। জেলা ও রাজ্যের দলের পাশাপাশি ওড়িশা, ঝাড়খন্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় যোগ দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *