আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জানুয়ারি: আবারও মানবিকতার সাক্ষী রইলো মেদিনীপুর শহর। সোমবার দুপুরে মেদিনীপুর কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে মীরবাজার এলাকায়, স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির কার্যকরী সভাপতি রাজশ্রী মন্ডল এবং কোষাধক্ষ্য সুদীপ্তা দে দেখেন একজন ব্যক্তি ড্রেনের জলে মুখ ধুচ্ছেন। সাথে সাথে ওনারা নিজেদের ব্যাগের থেকে পানীয় জলের বোতল বার করে উনার মুখ ধুইয়ে দেন ও জল পান করান এবং স্যানিটাইজার দেন। এর পর সাথে থাকা বিস্কুটের প্যাকেট ও মাস্ক দেন। সোশ্যাল মিডিয়ায় এখবর জানার পর শহরবাসীদের অনেকেই তাদের সাধুবাদ জানিয়েছেন। নেটিজেনেরা অভিনন্দন জানিয়েছেন রাজশ্রী মন্ডল ওরফে রুমাদি এবং সুদীপ্তা দে ওরফে টপিদিকে।