Hindu Mahasabha, BJP, লোকসভা নির্বাচনে বিজেপিকে পূর্ণ সমর্থন করবে হিন্দু মহাসভা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দু মহাসভা বিজেপিকে পূর্ণ সমর্থন করবে। আজ সকালে বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বাঁকুড়া জেলা হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক সুশান্ত নন্দী।

তিনি বলেন, নীতিগতভাবে বিজেপির সঙ্গে হিন্দু মহাসভার মতাদর্শগত পার্থক্য থাকলেও হিন্দু মহাসভা যা চায় বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সেই নীতিগুলি রুপায়ন করছে এবং বাকি নীতিগুলি রুপায়নের প্রচেষ্টা হচ্ছে বলেও তিনি জানান। যেমন জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারার অবসান ঘটানো, মুসলিম মহিলাদের তিন তালাক তুলে দেওয়া, রাম মন্দির প্রতিষ্ঠা এবং সর্বোপরি দেশব্যাপী হিন্দুত্ব জাতীয়তাবাদী মানসিকতার প্রসার ঘটানোর কারণেই বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার এই সিদ্ধান্ত। তাছাড়াও হিন্দু ভোট বিভাজন না করে সামগ্রিকভাবে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করাই শ্রেয় বর্তমান পরিস্থিতিতে।এছাড়াও রাজ্যে শাসক দলের মদতে হিন্দু মহাসভার নাম ভাঙ্গিয়ে কিছু কিছু জায়গায় প্রার্থী খাড়া করার প্রচেষ্টা চলছে। এইসব স্বঘোষিত প্রার্থীরা হিন্দু মহাসভার সাথে যুক্ত নয়। এবিষয়ে নির্বাচন কমিশনকেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত বাঁকুড়ার বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, বাঁকুড়াতে প্রাক্তন হিন্দু মহাসভার নেতা প্রয়াত রাখহরি চট্টোপাধ্যায়, প্রয়াত অরূপ মুখোপাধ্যায়, প্রয়াত সুকুমার নন্দী, শক্তিপদ বরাট, তার পিতা প্রয়াত তারাপদ দানার কথা তুলে ধরে হিন্দু মহাসভার অবদান এবং তার সঙ্গে নিজেদেরকে যুক্ত করে তিনি ধন্য মনে করেন এবং সেইসঙ্গে হিন্দু ভোট যাতে ভাগ না হয়, সেই দিক চিন্তা করে আসন্ন লোকসভা নির্বাচনে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের সমর্থনের কথা জানান। সেই সঙ্গে তিনি এও জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি যে ইস্তাহার প্রকাশ করেছে তার সঙ্গে হিন্দু মহাসভার ইস্তাহারও মিলে গেছে। যার জন্য নিজেদের গর্ব অনুভব হচ্ছে বলেও তিনি জানান।

এদিনের সাংবাদিক বৈঠকে জেলা হিন্দু মহাসভার সহকারী সম্পাদক হরসুন্দর দত্ত, সহ সভাপতি রনধীর মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *