সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু কলকাতায়! ৩৯৬ জন নতুন করোনা সংক্রমণে ৬০০০ পেরোল রাজ্য, মৃত আরও ১০

রাজেন রায়, কলকাতা, ২ জুন: ফের ২৪ ঘন্টায় প্রায় ৪০০ সংক্রমণ ছুঁয়ে ফেলল রাজ্য। একই সঙ্গে রাজ্যে পেরিয়ে গেল ৬০০০ আক্রান্তের গন্ডির সংখ্যাও। একই সঙ্গে কলকাতায় এদিন সর্বোচ্চ সংক্রমণ এবং সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড পেশ করল রাজ্য স্বাস্থ্য দফতর।

গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩৯৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১৬৮ জন। আরও ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে মোট করোনায় মৃত্যু ২৬৩ জনের। অন্যদিকে, করোনা আক্রান্ত থেকে অন্য উপসর্গে ৭২ জনের মৃত্যুর হিসেব ধরলে রাজ্যে মোট মৃত্যু ৩৩৫ জনের। উল্লেখ্য, কলকাতায় এদিন রেকর্ড পরিমাণ এবং সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ধরা পড়েছে ১১৬ জনের, এমনকি এদিন মৃত ১০ জনের মধ্যে ৮ জন কলকাতারই। এতদিনে একই সঙ্গে সর্বোচ্চ সংক্রমণের সর্বোচ্চ মৃত্যর ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গের আর কোনও জেলায়।

২৪ ঘন্টায় আরও ১০৪ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ২৪১০ জন। সুস্থ হওয়ার হার ৩৯.০৭ শতাংশ। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩৪২৩ জন। তার মধ্যে এ দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে ২৮২ জনের।

বুলেটিনে আরও জানানো হয়েছে, এদিন পর্যন্ত রাজ্যের ৪১টি ল্যাবে মোট করোনা টেস্টের সংখ্যা ২২২৭২৬ জনের। তার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৯৪৯৫ জনের। সরকারি ৫৮২টি কোয়ারেন্টাইনে এখন রয়েছেন ১৭৮০৪ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৫৪৪২১ জনকে। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৪৬৫৩৮ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯৪৬৯৮ জনকে।

এছাড়া এদিনের বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, কলকাতায় এদিন রেকর্ড সংখ্যক সর্বোচ্চ ১১৬ আক্রান্তের সংখ্যা বাড়ায় মোট সংক্রমণ ২২৯৫ জনের। এদিন কলকাতায় আরও ৮ জনের মৃত্যু হওয়ায় কলকাতাতেই মোট মৃত্যু ২২২ জনের। এর পরেই হাওড়ায় ৪৯ জনের সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ১১৫৬ জনের। তারপরে উত্তর ২৪ পরগনায় ৭৪ সংক্রমণ বেড়ে মোট সংক্রমণ ৮২৭ জনের। এখানে ১ জনের মৃত্যু হওয়ায় এই জেলায় মোট মৃত্যু সংখ্যা ৪৫ জন। বীরভূমে এদিন প্রথম করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান ছাড়া ছাড়া সংক্রমণ বেড়েছে বাকি সব ক’টি জেলাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *