High Court, permission, Gyanvapi Mosque, ফের ধাক্কা খেল মুসলিম পক্ষ! জ্ঞানব্যাপীর বেসমেন্টে পুজোর অনুমতি বহাল রাখল হাইকোর্ট

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি: জ্ঞানব্যাপীর “ব্যাস কা তহেখানা”য় আরতি ও পূজার্চনা চলবে বলে জানিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট। আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির তরফে এক্ষেত্রে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন জানানো হয়েছিল হাইকোর্টে, তা‌ আজ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। আগামী ৬ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে।

মসজিদ চত্বরের দক্ষিণ অংশে ব্যাস কা তহেখানায় আরতি এবং পূজার্চনায় আপত্তি জানিয়ে মসজিদ কমিটির তরফে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। বলা হয়েছিল, ১৯৩৭ সালে জ্ঞানব্যাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষে গিয়েছিল, তাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে নতুন করে সমীক্ষা করানো এবং তার উপর ভিত্তি করে আরতি পূজার্চনার নির্দেশ দেওয়া যায় না। ২০২২ সালে বারানসী আদালতের নির্দেশে করা অ্যাডভোকেট কমিশনের রিপোর্টকেউ বারানসী জেলা আদালতের নির্দেশে উপেক্ষা করা হয়েছে বলে মুসলিম পক্ষ দাবি করেছিল। একই সঙ্গে আবেদনে বলা হয়েছিল বারানসী আদালতের নির্দেশ ১৯৯১- এর ধর্মীয় উপাসনাস্থল রক্ষা আইনের পরিপন্থী।

আইনি পদক্ষেপের পাশাপাশি শুক্রবার সকাল থেকে জ্ঞানব্যাপীর তহেখানায় পূজার্চনার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ শুরু করে মুসলিম পক্ষ। মসজিদ কমিটির তরফে শুক্রবার এলাকার সংখ্যালঘু ব্যবসায়ীদের দোকান এবং অন্যান্য ব্যবসা ক্ষেত্র বন্ধ রাখার আবেদন জানানো হয়। অশান্তি এড়াতে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। তার মধ্যে আদালতের নির্দেশ মেনে প্রশাসনিক আধিকারিকদের পর্যবেক্ষণে ব্যাস কা তহেখানায় আরতি এবং পূজা করা হয়। একই সঙ্গে সরকারকে মসজিদের ভিতরে ও বাহিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *