পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নবকোলা শীতলা মন্দির প্রাঙ্গনে গ্রামবাসীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে হরিনাম সংকীর্তনের। জানা গিয়েছে, গ্রামবাসীদের উদ্যোগে স্থানীয় জুনিয়র তরুণোদয় স্পোটিং ক্লাবের এবং স্থানীয় বিশিষ্ট সমাজসেবী নিতাই প্রামানিকের সহযোগিতায় এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়।
জানা গিয়েছে, এবছর ১৬তম বর্ষে পদার্পণ করল এই হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে জীবন্ত বারোয়ারির আয়োজন করা হয়।