আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ নভেম্বর: উত্তর ব্যারাকপুর পৌরসভার উপ পৌর প্রধান সত্যজিৎ ব্যানার্জির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার ঘিরে ইছাপুর আনন্দ মঠ এলাকায় ছড়িয়ে পড়ল ব্যাপক উত্তেজনা।
গতকাল সকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ বেলা ১০টার পর তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন সেখানে তিন তলার ছাদে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। গত কাল রাতে নোয়াপাড়া থানার পুলিশকে সত্যজিৎ বাবুর নিখোঁজ হওয়ার কথা জানানো হলে পুলিশ রাত থেকে তার খোঁজ করছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। উত্তর ব্যারাকপুর পৌরসভার কাউন্সিলররা এই খবর পেয়ে ছুটে আসেন। সেই সঙ্গে আসেন পৌর প্রধান মলয় ঘোষ। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে ২০২২ সাল থেকে তিনি উপ পৌর প্রধান হিসেবে কাজ করছিলেন।
উপ পৌর প্রধানের আত্নহত্যার ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্য। এলাকার লোক এই ঘটনায় এক মহিলার জড়িত থাকার কথা দাবি করেছেন। তারা এদিন বিক্ষোভ দেখিয়ে বলেন, সত্যজিৎ বাবু সজ্বন ব্যক্তি ছিলেন, কিন্তু তাকে ফাঁসানো হয়েছিল এবং ব্ল্যাক মেইল করা হচ্ছিল। এক মহিলা এই কাজ করছিলেন। তবে এই বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি। গোটা ঘটনা তদন্ত সাপেক্ষ বলে জানায় পুলিশ।