BJP, Maharashtra, BJP, মহারাষ্ট্রে ভোট জিহাদ করতে চাইছে মুসলিমরা! পাল্টা ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে জাগো হিন্দুর ডাক বিজেপির

আমাদের ভারত, ১৭ নভেম্বর: মহারাষ্ট্রের নির্বাচনে হিন্দু ঐক্য গড়ে তোলার ডাক দিয়ে “জাগো হিন্দু জাগো”, স্লোগান দিয়েছেন অমিত মালব্য। তাঁর দাবি, মুসলিমদের জন্য মহারাষ্ট্র নির্বাচন শুধু সেই রাজ্যে ক্ষমতা দখল নয়, কেন্দ্রেও মুসলিমদের শাসন প্রতিষ্ঠা করা তাদের উদ্দেশ্য।

বিজেপি নেতা অমিত মালব্যর কথায়, “অল ইন্ডিয়া পার্সোনাল মুসলিম ল’ বোর্ডের মুখপাত্র খলিল-উর-রহমান সাজ্জাদ নোমানি, মুসলমানদের বুঝিয়ে দিচ্ছেন যে মহারাষ্ট্র নির্বাচন শুধু রাজ্যের জন্য নয়, কেন্দ্রেও তাদের শাসন প্রতিষ্ঠা করা।”

সোশ্যাল মিডিয়ায় অমিত মালব্য লিখেছেন, নোমানি বিশ্বাস করেন মহাযুতি মহারাষ্ট্র হারলে দিল্লি তাদের নাগালে থাকবে। প্রসঙ্গত, মহারাষ্ট্রের শাসক দল মহাযুতি জোট তৈরি করেছে। অমিত মালব্য আরও লিখেছেন, “এখানে ‘তাদের’ মানে কে? মুসলমান? নোমানি যোগ করেছেন যে আমাদের ভোট জিহাদ করা উচিত, যার পদাতিক সৈনিকরা হলেন শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, রাহুল গান্ধী এবং নানা পাটোলে…। ”

বিজেপি নেতার দাবি, এটা স্পষ্ট যে মুসলিমরা এমভিএ-র জন্য সমাবেশ করছে, ঠিক যেমন তারা লোকসভার সময় করেছিল। তাই তিনি আহ্বান জানিয়েছেন, “জাগো হিন্দু, জাগো। এক থাকলেই আমরা নিরাপদ থাকব”

উল্লেখ্য, মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা আসনের জন্য আগামী ২০ নভেম্বর নির্বাচন হবে। ২৩ নভেম্বর ফল ঘোষণা করা হবে। গত নির্বাচনে বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪টি এবং কংগ্রেস ৪৪টি আসন পেয়েছিল। যদিও নির্বাচনের পর শিবসেনা এনডিএ থেকে আলাদা হয়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করে। মুখ্যমন্ত্রী হন শিবসেনার উদ্ধব ঠাকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *