রাজেন রায়, কলকাতা, ২২ নভেম্বর: এবার রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠালেন রাজ্যপাল। মঙ্গলবার রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, আসন্ন পুরভোট নিয়ে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনারকে।
ট্যুইটে তিনি দুটি ধারা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ২৪৩ কে ও ২৪৩ জেড এ সংবিধানের এই দুটি ধারাতে পুরভোট সম্পর্কিত সাংবিধানিক নির্দেশ রয়েছে।
জানা গিয়েছে, বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে পুরভোট নিয়ে বৈঠকে একাধিক প্রশ্ন করতে পারেন রাজ্যপাল। উল্লেখ্য, পুরভোট নিয়ে আইনি লড়াই চললেও নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সোমবার পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনে ঐ বৈঠক ডাকা হয়েছে। অনেকে মনে করছেন কোভিড পরিস্থিতিতে কীভাবে নির্বাচন হবে সেই বিষয়ে জানতেই রাজ্যপাল নির্বাচন কমিশনারকে ডেকে পাঠিয়েছেন। সব মিলিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যপালের এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।