সাথী দাস, পুরুলিয়া, ৩১ ডিসেম্বর: দেশের প্রথম ছাত্রীদের জন্য হোস্টেল গড়ল পুরুলিয়ার সৈনিক স্কুল। আর সেই হোস্টেলের উদ্বোধনে এক দিনের ঝটিকা সফরে পুরুলিয়ায় আসছেন রাজ্যপাল জগদীপ ধনকর। শুক্রবার, তিনি আকাশ পথে পুরুলিয়া সৈনিক স্কুলের হেলিপ্যাডে নামবেন। ওই স্কুলের ছাত্রী অাবাস ও একটি জিমের উদ্বোধন করবেন তিনি। দেশের অন্যতম পুরুলিয়ার গর্ব সৈনিক স্কুল পরিদর্শন করবেন রাজ্যপাল। দুপুরে পুরুলিয়া সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আজ পুরুলিয়া সৈনিক স্কুলে দেখা গিয়েছে চূড়ান্ত প্রস্তুতি। স্কুলের হেলিপ্যাডে চপারের মহড়া হয়। স্কুলের বিশাল এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।