“বাংলার সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে,” ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, কলকাতা, ১৬ জুলাই: রাজ্য সরকারের স্থায়িত্ব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, যে কোনও সময় এই সরকার পড়ে যেতে পারে। তাঁর এই বক্তব্যের পরেই শুরু হয়েছে জোরদার রাজনৈতিক বিতর্ক। আজ সল্টলেকে বিজেপির পার্টি অফিসে পঞ্চায়েত নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়। সেখানেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের স্থায়িত্ব নিয়ে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে ফল ঘোষণার পরও রাজ্যজুড়ে চলছে সন্ত্রাসের আবহ। প্রায় প্রতিদিনই রাজনৈতিক কারণে খুন, মারধর, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই নিয়ে একের পর এক বিজেপি নেতা সোচ্চার হচ্ছেন। তারা রাজ্যে ৩৫৫ ধারা জারির দাবি জানাচ্ছেন। এমনকি কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করে গেছে। কমিটির প্রধান রবিশঙ্কর প্রসাদও ৩৫৫ ধারা জারির দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আগামী ৫ মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এব্যাপারে সুকান্ত মজুমদার আরো এক ধাপ এগিয়ে বলেন, “পাঁচ মাস ছ’মাস যে কোনও মুহূর্তে এই সরকার পড়ে যেতে পারে।” তা হলে কি বিধায়ক কেনাবেচা হবে? এব্যাপারে সুকান্ত মজুমদার বলেন, “সরকার চলে বিধায়কদের সমর্থনে। বিধায়করা যদি মনে করেন এই সরকারকে আর সমর্থন করবেন না অন্য কাউকে করবেন, তা হলে সরকার পড়ে যেতে পারে। এছাড়া গণআন্দোলনও শুরু হতে পারে। সেই আন্দোলনের জেরে হয়তো বিধায়করা পদত্যাগ করতে পারেন।” তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনীতি সম্ভাবনার ক্ষেত্রে, যা কিছু ঘটতে পারে।

সুকান্ত মজুমদার বলেন, “বিজেপি মনে করে বাংলার যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন, না হলে আরও কিছু মানুষের প্রাণ যাবে।” তার পরেই তিনি বলেন, ” এটা প্রশাসনিক ব্যাপার৷ তারা সিদ্ধান্ত নেবেন। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তনে ওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *