আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ জানুয়ারি: মেদিনীপুর সদর ব্লকের হরিশপুরে অবস্থিত দেশপ্রাণ হাইস্কুলের বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হল শুক্রবার সকালে। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন এলাকার বিধায়ক দীনেন রায়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রশেখর পান্ডা। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রাক্তন প্রধান শিক্ষক লক্ষ্মীনারায়ণ ঘোষ।
আজ সকালে প্রজ্জ্বলিত মশাল, ছৌনৃত্য, রণপা, মুখোশ, কলসীমাথায় নৃত্য, মনীষী সাজ সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা শিক্ষাকর্মীসহ এলাকাবাসীদের বর্ণাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিক্রমা করে। সারাদিন ধরে আবৃত্তি, সঙ্গীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেন শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানের সাফল্য কামনা করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি নারায়ণ সাঁতরা, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, অবর বিদ্যালয় পরিদর্শক ওঁকার পন্ডা, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবন্তী মন্ডল, বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণি ইসমাইল মল্লিক, খাদ্য কর্মাধ্যক্ষ গোপাল দে, শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ দে,পূর্ত কর্মাধ্যক্ষ মানোয়ারা রহমান,পাঁচখুরী ৬/২ এর গ্রাম প্রধান ফরিদ গায়েন, সমাজসেবী মুকুল সামন্ত,শিক্ষা বন্ধু খোকন ঘোষ, বিদ্যালয়ের সভাপতি তারাপদ ঘোষ, চুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, সহকারী প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, চিকিৎসক গোপাল হাটুই, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য শ্যামাপদ ঘোষ, প্রতিমা ভুঁইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের শিক্ষক বিপ্রদাস ভট্টাচার্য ও কুলদীপ রায় চৌধুরী জানান, বছরভর নানা ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা ও উন্নয়ন মূলক কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হবে।