পুরভোট ব্যালোটে না ইভিএমে, কমিশনের উপর ছাড়লেন মুকুল রায়

নীল বনিক, আমাদের ভারত, ২৪ জানুয়ারি: ব্যালোট না ইভিএমে–পুরভোট কী ভাবে হবে তা নিয়ে এখনই মন্তব্যে নারাজ বিজেপি নেতা মুকুল রায়। যদিও বামেরা আগেই ব্যালোটে পুরভোটের দাবি তুলেছেন। তবে বিজেপি এখনও এই দাবিতে সরব হয়নি।

অবাধ শান্তিপূর্ন ভোট করার কথা বলে আজ রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করলেন মুকুল রায়। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন দফতরে সামনে তিনি জানান, ভোট ব্যালোটে না ইভিএমে হবে তা ঠিক করুক কমিশন। তিনি শুধু বলেন, পুরভোটে সব ভোটেরকে বুথ পর্যন্ত আনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের। আর পুরভোট ব্যালোটে হবে কি না সেই সিদ্ধান্ত কমিশনের উপর ছাড়লেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য। তিনি শুধু বলেন, আমরা অবাধ ও শান্তিপূর্ন নির্বাচন চাই। সংবিধান মেনে রাজ্য নির্বাচন কমিশন সেই কাজ করুক। সবার প্রথমে রাজ্য নির্বাচন কমিশনকে মনোনয়ন জমা করার জন্য প্রার্থীদের সুরক্ষার ব্যাবস্থা করতে হবে। কারন আমারা জানি পঞ্চায়েত ভোটে রাজ্যে বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারেনি। এবারের পুরনির্বাচনে তার পনরাবৃত্তি আটকাতে কমিশনকে আবেদন জানালাম। এদিন মুকুল রায়ের নেতৃত্বে রাজ্য বিজেপির প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *