আমাদের ভারত, ব্যারাকপুর, ১৩ মার্চ: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের পদ থেকে ইস্তফা দিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়। গত কাল অনেক অপেক্ষার পর অবশেষে নিজের পদত্যাগ পত্র এসভিও’র কাছে পাঠিয়ে দেন মলয় রায়। তবে এদিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এবার খেলা শুরু হলো।
উনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে উনি নতুন করে মিটিং ডাকবেন নতুন পৌর প্রধান নির্বাচন করার জন্য। সেখানে যদি কাউন্সিলররা তার কাজ পছন্দ করে তাকে ভোট দিয়ে নির্বাচন করেন তাহলে তিনি আবার পৌর প্রধান হতে পারেন। আর যদি তা না হয়, তাহলে সকলে বোর্ড মিটিংয়ে যাকে ভোট দেবে তাকেই পৌর প্রধান করা হবে। আমি চাই কোনো জোর খাটিয়ে নয়, বরং পৌর আইন অনুযায়ী সব কিছু গণতান্ত্রিক ভাবে হোক।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তার সেই নির্দেশকে সন্মান দিয়ে তিনি ইস্তফা দিলেন বলে জানিয়েছেন। আর এই কথা তিনি তার ইস্তফা পত্রতে লিখেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।