পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হলো ২০২৪ সালের চতুর্থ তথা শেষ জাতীয় লোক আদালত। বিভিন্ন কারণে ব্যাঙ্ক লোন পরিশোধ করতে না পারা সহ বিভিন্ন বিষয়ে ব্যাঙ্ক সমস্যা, বিদ্যুৎ বিল বকেয়া, যানবাহন নিয়ে আরটিও দফতরের মামলা সহ অন্যান্য বিষয়ের মামলার এদিন নিষ্পত্তি হয়। ডিস্ট্রিক্ট লিগল সার্ভিস অর্থরিটির তরফে ২২টি বেঞ্চ গঠিত হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর জেলা আদালত ছাড়াও ঘাটাল, খড়্গপুর মহকুমা আদালত এবং দাঁতন এবং গড়বেতা কোর্টে। জুরি মেম্বারের মধ্যে আদালতের বিচারক ছাড়াও সমাজসেবী, শিক্ষক, সাংবাদিক স্তরের মানুষরাও ছিলেন।
ডিস্ট্রিক্ট লিগল সার্ভিস অর্থরিটির সেক্রেটারি শাহিদ পারভেজ বলেন, “সংবাদ মাধ্যমে যুক্ত সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার সমাজসেবীদের এবার জুরি মেম্বার করা হয়েছিল। ভালোই সাড়া পড়েছে। এদিন প্রায় ত্রিশ হাজার মামলার মধ্যে প্রায় আশি ভাগ মামলার নিষ্পত্তি হয়েছে। মূলত ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে পরিশোধ করা ছাড়াও আরো বিভিন্ন ধরনের মামলা ছিল।”