জে মাহাতো, মেদিনীপুর, ২৮ নভেম্বর: পরিবারের অসুস্থ সদস্যের চিকিৎসায় দল কোনো সহযোগিতা করেনি বলে খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জহর পাল যে অভিযোগ করেছেন তা নিয়ে মুখ খুললেন খড়্গপুরের তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার| প্রদীপবাবু জানান, তিনিও তার পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য জহর পালকে পুরবোর্ড থেকে ৫০ হাজার টাকা দিয়েছিলেন| জহর পাল দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত| তাঁর ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে| শুধু শুভেন্দু অধিকারী কিংবা শিশির অধিকারী নন তাঁরাও জহরবাবুকে অনেক সাহায্য
করেছেন| তিনি চাইলে দলের জেলা সভাপতিকে তাঁর দাবি জানাতে পারেন|
উল্লেখ্য, খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জহর পাল অভিযোগ করেছেন তিনি তার পারিবারিক চিকিৎসার ক্ষেত্রে জেলা নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন করেও কোনও সাড়া পাননিl সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী তাকে তিন লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেনl সুতরাং তিনি অধিকারী পরিবারের সঙ্গেই রয়েছেনl