গাঁদাফুল চাষে স্বনির্ভর হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার ফুল চাষীরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৫ জানুয়ারি: গাঁদাফুল চাষে স্বনির্ভর হয়ে উঠেছে উত্তর দিনাজপুর জেলার ফুল চাষীরা। ফুল চাষীদের সহায়তায় এগিয়ে এসেছে জেলা উদ্যান পালন বিভাগ। চাষীদের গাঁদাফুল চাষে মোট খরচের ৪০ শতাংশ অনুদান দিচ্ছে সরকার। ফলে উত্তর দিনাজপুর জেলায় গাঁদাফুল চাষে বাড়ছে উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যেই সরকার থেকে কালিয়াগঞ্জ ব্লকে ১২ জন চাষীকে এই অনুদান দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলায় মূলত গোয়ালপোখর, কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ ব্লকে গাঁদাফুলের চাষ হয়ে থাকে। জেলায় প্রায় ৩৬০ হেক্টর জমিতে গাঁদা ফুলের চাষ হয়। গাঁদা ফুল থেকে মালা তৈরি করে তা বিক্রি হয় বাজারে। সারা বছরই এই গাঁদা ফুলের চাহিদা থাকলেও মূলত বিয়ের মরশুমে এই চাহিদা ব্যাপক আকার ধারন করে। রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামে চাষীরা এখন অনেকেই লাভজনক ফুল চাষে আগ্রহ দেখাচ্ছেন। এরই মধ্যে জেলা উদ্যান পালন বিভাগ গাঁদা ফুল চাষীদের খরচের ৪০ শতাংশ অনুদান দেওয়া শুরু করায় গাঁদা ফুলের চাষের হার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। অনেকেই ধান গম ভূট্টা চাষের বদলে লাভজনক সহজ পদ্ধতির গাঁদা ফুলের চাষ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *