পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি রয়েছে বেশ কয়েকদিন ধরে। কিছু কিছু জায়গায় জল কমলেও বেশিরভাগ এলাকা এখনো জলের তলায়। গত পাঁচ দিন ধরে ঘাটাল থানা জলের তলায় রয়েছে। পুলিশ কর্মীদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সে কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষের কাছে শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়।
বন্যা দুর্গতদের সাহায্যের জন্য রয়েছে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা। স্পিড বোট করে এনডিআরএফ টিমের সহযোগিতায় উদ্ধার করা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষজন, গর্ভবতী মহিলা ও শিশুদের। ঘাটালের মানুষের কপালে এখন চিন্তার ভাঁজ। কবে এই বন্যা থেকে মুক্তি পাবে ঘাটালের মানুষজন সেই দিকেই তাকিয়ে রয়েছে তারা।