পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। গতকাল থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে। ফলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বহু এলাকার বাঁধ ভাঙ্গার ফলে জল ঢুকে গ্রাম প্লাবিত হচ্ছে। ঘাটালের বড়দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাবার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনক ভাবে অবনতি হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় ৪৫০টি ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল বিকেলে চন্দ্রকোনা-১ ব্লকের মনোহরপুর-১ গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামে শিলাবতী নদীর বাঁধ ভেঙ্গেছে। এরফলে পার্শ্ববর্তী প্রায় ১০টি গ্রাম বন্যার জলে ভেসে গেছে। সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমি বন্যার জলের তলায়। অন্যদিকে, ঘাটালের বন্দর এলাকায় রূপনারায়ণ নদের জল গতকাল রাত থেকেই বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। গতকাল বিকেলে ঘাটালের সাংসদ দীপক অধিকারী(অভিনেতা দেব) বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে তিনি মহকুমা প্রশাসনের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে জল বাড়লে কিভাবে তার মোকাবিলা করা হবে, ত্রাণ ও আশ্রয় এবং বন্যার সময় এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।