সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ এপ্রিল: কলকাতার রাজপথে গৈরিক পতাকার অবমাননার প্রতিবাদে আজ বাঁকুড়াজুড়ে যানবাহনে গৈরিক পতাকা লাগানো হয়। আজ হনুমান জয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলাজুড়ে হিন্দু, সনাতনী ও বিজেপি কর্মীরা শ্রীহনুমানের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা বিভিন্ন স্থানে ও পথচলতি যানবাহনে গেরুয়া ধ্বজা টাঙিয়ে কলকাতার বুকে গাড়ি থেক গেরুয়া পতাকা খুলে নিতে বাধ্য করার ঘটনার প্রতিবাদ জানান। এদিন বাঁকুড়া শহরের সতীঘাটে শ্রীহনুমান মন্দিরের সামনে বিজেপি কর্মীরা পথ চলতি যানবাহনে গৈরিক পতাকা লাগান।কলকাতার রাজপথে গৈরিক পতাকার অবমাননার প্রতিবাদে এই কর্মসূচি বলে জানানো হয়।
এদিন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অগস্থী তার দলবল নিয়ে উপস্থিত ছিলেন বড়জোড়া, দুর্লভপুর শিল্প করিডোরের মালিয়াড়া বাইপাশ রাস্তায়। সেখানে তিনি বিভিন্ন যানবাহন থামিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের গেরুয়া ধ্বজ সেই গাড়ির চালক বা খালাসির পাশে বেঁধে দেন। তিনি বলেন, আমরা হিন্দু, সনাতনী। শ্রীরামচন্দ্রের অনুচর। হনুমানের পবিত্র জন্মজয়ন্তী আজ। দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করলাম। তিনি বলেন, স্যোশাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হতে দেখলাম, ওয়াকফ নিয়ে যারা আন্দোলন করছেন তারা একটি বাসের চালককে গেরুয়া ধ্বজ খুলতে বাধ্য করছে। তারপর উন্মাদের মত উল্লাস করছে। আমরা যানবাহনের মাথায় সেই গেরুয়া ধ্বজ বাঁধলাম। এই কর্মসূচিকে অপবিত্র করার ক্ষমতা কারোর নেই।
এবিষয়ে বড়জোড়ার তৃণমূল বিধায়ক অলক মুখার্জি বলেন, হনুমান জয়ন্তী বিজেপির সম্পত্তি নাকি। আসলে ওরা চাইছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে একটা অশান্তি তৈরি করতে। কিন্তু ওদের পাতা ফাঁদে কেউ পা গলাতে যাবে না।