সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ এপ্রিল: একটি গ্যাস ট্যাঙ্কারের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর জখম অপর আরোহী। গতকাল সন্ধ্যায় গঙ্গাজলঘাঁটি থানার দুর্লভপুর- বড়জোড়া শিল্প করিডোরের শ্রীচন্দ্রপুর মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আশিস বাদ্যকর (২৪)। বাড়ি গঙ্গাজলঘাঁটির দুবেরডাঙ্গা গ্রামে। জখম যুবকের নাম সুদেব সুত্রধর।
জানা গেছে, দুই যুবক একটি বাইকে বাড়ি থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা গ্যাস ট্যাঙ্কারটির সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইক আরোহী দুই যুবক রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তাদের অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। সেখানে আশিসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ট্যাঙ্কারটিকে আটক করেছে।