Khoti Puja, Belda, খুঁটি পুজোর মাধ্যমে শুরু হলো বেলদার বিবেকানন্দ স্মৃতি সংঘের প্রথম বছরের দুর্গাপুজো

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: গণেশ পুজোর দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো প্রথম বর্ষের সর্বজনীন দুর্গা পুজো। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার চক পুরুষোত্তমপুর বিবেকানন্দ স্মৃতি সংঘের পরিচালনায় প্রথম বছর শুরু হতে চলেছে এই বিবেকানন্দ সর্বজনীন দুর্গোৎসবের। পতাকা বা ধ্বাজা উত্তোলন ও নারকেল ফাটানোর মাধ্যমে এই খুঁটি পুজোর আয়োজন করা হয় আজ।

উদ্যোক্তাতারা জানান, প্রথম বছর এই দুর্গা পুজো হওয়ায় তিন থেকে চার লক্ষ টাকার মধ্যে এই পুজোর আয়োজন করা হয়েছে। তাই প্যান্ডেল এবং প্রতিমাতে থিমের বদলে সাবেকিয়ানার ছোঁয়া থাকবে। তবে প্রথম বছরের এই পুজো হলেও নির্ঘণ্ট মেনে পুজোর কোনো ত্রুটি রাখতে চান না তারা। সেই সঙ্গে আগামী দিনে এই পুজোকে আরো সুন্দর এবং বড় মাপের আয়োজন করা বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *