বিধানসভা ভোটের আগে প্রথম সাংবাদিক বৈঠক নদিয়ার জেলা শাসকের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ জানুয়ারি: বেজে গেল ২০২১ এর নির্বাচনের নির্ঘন্ট। করোনা পরিস্থিতির মধ্যে কারা কারা পাবেন পোস্টাল ব্যালটের সুবিধা? এপিক সংক্রান্ত সুবিধা-অসুবিধা এবং ভোটার লিস্টে নাম তোলা, নাম বাদ দেওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রথম সাংবাদিক সম্মেলন করলেন নদিয়ার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন দপ্তর।

জেলাশাসকের তরফ থেকে জানানো হয় ৮০ বছরের ঊর্ধ্বে, ৭৭০০০ যে ভোটার আছে এবং যারা শারীরিকভাবে অক্ষম তাদের বাড়ি গিয়ে পোস্টাল ব্যালট দেওয়া হবে। প্রথমে ১২ডি নামে একটা ফর্ম দেওয়া হবে। এই ফর্মে তারা বলবেন তারা বুথে না বাড়িতে বসে ভোট দিতে চান। যদি কেউ বাড়িতে বসে ভোট দিতে চান সেক্ষেত্রে পোলিং অফিসার তাদের বাড়িতে যাবেন। সঙ্গে দুজন অফিসার পুলিশ ও ভিডিওগ্রাফার থাকবেন। বাড়িতে গিয়েই তারা ভোট সংগ্রহ করবেন। এছাড়া যেখানে ১০৫০- এর বেশি ভোটার আছে সেসব জায়গায় সহায়ক পোলিং স্টেশন বাড়ানো হবে। তবে প্রাথমিকভাবে ১৩৯৪টা সহায়ক পোলিং স্টেশন করা হয়েছে। মোট পোলিং স্টেশন যা আছে তার সাথে সহায়ক পোলিং স্টেশন করা হচ্ছে।

আজ নদিয়ার জেলা শাসকের দপ্তরের মিটিং হলে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক পার্থ ঘোষ সহ অতিরিক্ত জেলা শাসক তেনজি ভার্মা ভুটিয়া এবং জেলা নির্বাচন আধিকারিক ডঃ গোবিন্দ হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *