বেইমানি করে অনেকে দল ছেড়ে চলে গেছে তাতে দলের কোনও ক্ষতি হবে না, মমতা আবার কর্মী থেকে নেতা তৈরি করে নেবেন: ফিরহাদ হাকিম

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ জানুয়ারি: “কিছু প্রভাবশালী তৃণমূল নেতা সব ক্ষমতা ভোগ করে অন্য দলে চলে গিয়েছেন, তাতে তৃণমূল কংগ্রেস দলের কোনও ক্ষতি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কর্মীদের থেকেই নেতা তৈরি করে নেবেন যেমনটা ১৯৯৮ সালে কংগ্রেস কর্মীদের নিয়ে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছেন, যে দল সিপিএমকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হয়েছিল”। রায়গঞ্জের রবীন্দ্রভবনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এক সাংগঠনিক সভায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আজ উত্তর দিনাজপুর জেলার সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল রায়গঞ্জ রবীন্দ্রভবনে। সেই সাংগঠনিক সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক মনোদেব সিনহা, আবদুল করিম চৌধুরী, অমল আচার্য, তপন দেব সিংহ, দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মালদা জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসম নুর সহ শীর্ষ নেতৃত্ব।

সাংগঠনিক সভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল কংগ্রেস দল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, কেউ কেউ বেইমানি করে দল ছেড়ে চলে গিয়েছে তাতে দলের কোনও ক্ষতি হবে না। মমতা বন্দোপাধ্যায়ই নেতা তৈরি করেছেন। আজ ফিরহাদ হাকিম নেতা হয়েছে একদিন আমিও সাধারণ কর্মী ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাকে এই সুযোগ দিয়েছেন। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি তাহলে উত্তর দিনাজপুর জেলায় ৯টি আসনেই জয়ী হবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *