রথযাত্রায় কী হবে, চিন্তিত রায়গঞ্জের উৎসব কমিটি

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৮ জুন: ভক্তকূলকে ব্রাত্য রেখেই কি এবার রথযাত্রা বন্ধ থাকবে, নাকি সামাজিক দূরত্ব বজায় রেখেই রথযাত্রা উৎসব করা যাবে? এসবই নির্ভর করছে জেলা প্রশাসনের উপরে। ফলে করোনার আবহে দুশ্চিন্তায় রয়েছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব কমিটির উদ্যোক্তারা।

যে হারে জেলায় করোনা সংক্রমণের বৃদ্ধি ঘটছে তাতে দলে দলে ভক্ত সমাগম করে জগন্নাথ দেবের রথ বের করার অনুমতি দেবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় উৎসব কমিটিরা। তবে এই পরিস্থিতিতে প্রশাসন যেভাবে বলবে সেভাবেই রথযাত্রার আয়োজন করা হবে বলে জানিয়েছেন রায়গঞ্জের ভক্তকূল ও রথযাত্রা উৎসবের উদ্যোক্তারা।

আগামী ৮ই আষাঢ় ২৩ জুন বাঙালি তথা হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা। সারা দেশের সাথে সাথে রায়গঞ্জের শ্যামাপল্লীর রথযাত্রা উৎসবকে ঘিরে মানুষের ব্যাপক উন্মাদনা থাকে। দুশো বছরের পুরোনো তিন পুরুষের এই জগন্নাথ বলরাম সুভদ্রার রথের রশি টানতে প্রতি বছর হাজার হাজার পূন্যার্থী উদগ্রীব হয়ে থাকেন। রায়গঞ্জের রাস্তায় শ্যামাপল্লীর সেদিন অনন্ত গোঁসাইয়ের রথযাত্রা উৎসব দেখতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। কিন্তু করোনা ভাইরাসের আবহে এবছরটা একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে। মন্দির, মসজিদ, গির্জা খুললেও সামাজিক দূরত্ব বিধি নিয়ম মেনে সেইভাবে ভক্ত সমাগম করতে দেওয়া হচ্ছে না। জগন্নাথ দেবের স্নানযাত্রাও হয়েছে ভক্তকূলকে ব্রাত্য রেখেই।

তাই রায়গঞ্জের পূন্যার্থী থেকে রথযাত্রা উৎসবের উদ্যোক্তারা চরম দুশ্চিন্তায় আদৌ কি তারা এবার জগন্নাথ দেবের রথ রায়গঞ্জের রাজপথে পরিক্রমায় বের করতে পারবেন নাকি মন্দিরেই বিধিনিষেধ মেনে শুধুমাত্র পুজোই হবে। জগন্নাথ বলরাম সুভদ্রার রথ রাস্তায় পরিক্রমায় বের করা হলে হাজারো ভক্তের সমাগম হবে। লঙ্ঘন হবে সামাজিক দূরত্ব বিধি। ফলে আশঙ্কা প্রশাসন রথ পরিক্রমার অনুমতি হয়তো দেবে না। তবে ইতিমধ্যেই রথযাত্রার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে রায়গঞ্জের বন্দর শ্যামাপল্লীর ঠাকুর গোঁসাইয়ের রথ উৎসব কমিটি। ঠাকুর গোঁসাইয়ের রথযাত্রা উৎসব কমিটির অন্যতম কর্মকর্তা বলরাম দাস জানিয়েছেন, করোনার জন্য আমরা এবারের রথযাত্রা উৎসব নিয়ে ভীষণ উদ্বেগে রয়েছি। তবে প্রশাসন যেভাবে বলবে আমরা সেভাবেই রথযাত্রা উৎসব পালন করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *