লকডাউনের পথে গোটা রাজ্য! ২৭ মার্চ পর্যন্ত কলকাতা সহ পুরসভা এলাকায় লকডাউন

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ২২ মার্চ: নোভাল করোনা ভাইরাসের মহামারী হওয়া ঠেকাতে আর একদিনের প্রতীকী ‘জনতা কারফিউ’ নয়। কলকাতা-সহ রাজ্যের ১৮টি জেলায় কাল বিকেল থেকে লকডাউন শুরু হবে। শুধু জরুরি পরিষেবা চালু থাকবে। কেন্দ্রের নির্দেশিকা মেনে এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আজ নবান্ন সূত্রে একথা জানা গিয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নবান্নে সর্বদলীয় বৈঠকও ডাকা হয়। তার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। কিছুক্ষণ পরেই ঘোষণা করা হবে।

শুধু অবশ্য এরাজ্যই নয়, জানাগেছে, কাল থেকে গোটা দেশেই লকডাউন শুরু হতে চলছে। দেশের মোট ৭৫টি জেলায় এই লকডাউন চলবে বলে জানা গিয়েছে। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে ৩১ মার্চ পর্যন্ত ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। দূরপাল্লার ট্রেন তো দূর, প‍্যাসেঞ্জার এবং লোকাল ট্রেনও চলবে না। বন্ধ থাকবে কলকাতার গর্ব মেট্রো রেলের চলাচলও। এর মধ‍্যে নোভাল করোনা ভাইরাসের প্রসার রুখতে সচেতনতার পরিচয় দিয়ে রবিবার সকাল থেকেই স্বেচ্ছা ঘরবন্দি রইলেন ট্রেনযাত্রীরা। রবিবার এমনিতেই সপ্তাহের অন‍্যদিনের চেয়ে লোকাল ট্রেন কম চলে। এদিন সেই সংখ‍্যা আরও কম ছিল। বেশিরভাগ কামরা ছিল ফাঁকা। কলকাতা মেট্রোর রেকগুলোও ছিল প্রায় জনশূন‍‍্য।

সরকার জানিয়ে দিয়েছে, সোমবার থেকে ব‍্যাংকিং পরিষেবার ক্ষেত্রে নামমাত্র কাজ হবে। চেক ক্লিয়ারিং চলবে। টাকা জমা দেওয়া, তোলার মতো কাজ চললেও বন্ধ থাকবে ব‍্যাংকের অন‍্যান‍্য পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *