শেষ হল বালিগঞ্জ গভর্নমেন্টের স্পোর্টস কার্নিভাল, পুনর্মিলন ২১ ও ২২ জানুয়ারি

আমাদের ভারত, কলকাতা, ১০ জানুয়ারি: বালিগঞ্জ রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদের পুনর্মিলন হবে আগামী ২১ ও ২২ জানুয়ারি। তার জন্য চলছে পূর্ণ প্রস্তুতি। দেবজ্যোতি সিনহা রায়ের স্মৃতিতে প্রাক্তন ছাত্র সংসদ আয়োজিত, এক মাসের বেশি সময় ধরে চলা স্পোর্টস কার্নিভাল সদ্যই শেষ হল অত্যন্ত সাফল্যের সঙ্গে।

সূচনা ২০২২ এর ৪ঠা ডিসেম্বর, অজয় ঘোষ ও অমিত ঘোষ স্মৃতি দাবা প্রতিযোগিতা দিয়ে। ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ক্যারম ও ১১ ডিসেম্বর অসীম রতন ঘোষ স্মৃতি টেবিল টেনিস প্রতিযোগিতা। ১৭ ডিসেম্বর বসে ক্রিকেটের আসর। আর এন মুখার্জি স্মৃতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয় যাদবপুর ইউনিভার্সিটি ও বালিগঞ্জ স্কুলের প্রাক্তনীরা। এরপর দীপঙ্কর জানার স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় বালিগঞ্জ স্কুলের প্রাক্তনীদের মধ্যে।

১৮ ডিসেম্বর প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন ও বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। ৭ জানুয়ারি আবার বসে ফুটবলের আসর। প্রবাল রঞ্জন সেনগুপ্ত স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় বালিগঞ্জ স্কুলের ২০০৪ ব্যাচ ও প্রাক্তন ছাত্রদের মধ্যে। অপরদিকে বনবিহারি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় আয়োজক বালিগঞ্জ রাষ্ট্রীয় বিদ্যালয় ও নব নালন্দা বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা।

৮ জানুয়ারি, তথাগত চক্রবর্তী স্মৃতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যাদবপুর ইউনিভার্সিটি ও বালিগঞ্জ স্কুলের প্রাক্তনীদের মধ্যে। দেবজ্যোতি সিনহা রায়ের স্মৃতিতে, পরের ম্যাচে বালিগঞ্জ স্কুলের প্রাক্তন ছাত্ররা খেলতে নামে প্রাক্তন জাতীয় ফুটবলারদের বিরুদ্ধে। সেই খেলায় বালিগঞ্জের প্রাক্তনীদের বিরুদ্ধে মাঠে নামেন সংগ্রাম মুখার্জি, মেহতাব হোসেন, রহিম নবী, ডেনসন দেবাদাস, ষষ্ঠী দুলে, সুভাষ চক্রবর্তী, দীপঙ্কর রায়, অসীম বিশ্বাস প্রমুখরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *