২০২৩-এর অস্কারের জন্য শর্ট লিস্টেড দ্য কাশ্মীর ফাইলস, ছবির টিমকে শুভেচ্ছা জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১০ জানুয়ারি: ২০২৩ এর অস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। গত বছরের সবচেয়ে চর্চিত ও সমালোচিত জনপ্রিয় ছবি দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজে এই খবর টুইটারে জানিয়েছেন। এরপরই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এটা সত্যের জয়। একই সঙ্গে বেস্ট অ্যাক্টর ক্যাটাগরিতে মিঠুন চক্রবর্তীকে নমিনেট করার জন্য তাকেও শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।

ভারত থেকে অস্কারের জন্য নির্বাচিত চলচ্চিত্র গুলির মধ্যে রয়েছে দ্যা কাশ্মীর ফাইলস। পল্লবী জোশি, মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার অভিনীত দ্যা কাশ্মীর ফাইলসের অস্কারের জন্য শর্টলিস্টেড বলে জানিয়ে ছবির পরিচালক লিখেছেন,” এই সবে শুরু এখনো দীর্ঘ পথ চলা বাকি।” একই সঙ্গে তার দাবি এতদিনে এই ছবির বিরুদ্ধে তোলা অভিযোগ বা সমালোচনা যোগ্য জবাব দেওয়া গেল।

মঙ্গলবার বেলা বারোটা নাগাদ নিজের টুইটার হ্যান্ডেল এই খবর জানিয়েছেন পরিচালক। “ভারতের তরফে যে ছবিগুলো লিস্টে জায়গা পেয়েছে তার মধ্যে এটি একটি। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা খুব ভালো বছর।”

টুইটারে এক জন পরিচালককে প্রশ্ন করেছেন কোন কোন বিভাগে এই ছবি জায়গা পেয়েছে? সেই প্রশ্নের উত্তরে পরিচালক জানিয়েছেন, সেরা অভিনেতা বিভাগে এই ছবির তিনজন অভিনেতা এবং একজন অভিনেত্রী জায়গা করে নিয়েছেন। সেরা অভিনেতার বিভাগে শর্টলিস্টেড হয়েছে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, সেরা অভিনেত্রীর বিভাগে নাম রয়েছে পল্লবী জোশির। ওদের সবাইকে আশীর্বাদ করুন।

এই খবর সামনে আসতেই ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন এটা সত্যের জয়। একই সঙ্গে তিনি মনে করিয়েছেন এই ছবিটির বিরোধিতা করেছিল মমতা সরকার এবং ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গে এই ছবি ট্যাক্স ফ্রি হবে না। কিন্তু আজ সেই ছবি অস্কারের জন্য শর্টলিস্টেড। এটাকেই সুকান্ত মজুমদার সত্যের জয় বলে ব্যখ্যা করার চেষ্টা করছেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ এর মার্চে এই ছবি মুক্তি পায়। নব্বইয়ের দশকে কাশ্মীরি পন্ডিতদের উপর হওয়া অত্যাচার ও উপত্যকা থেকে তাদের উৎখাতের ঘটনার প্রেক্ষিতে এই সিনেমা তৈরি হয়েছে।

কাশ্মীর ফাইলস ছাড়াও ঋষভ শেঠীর কান্তারা, সঞ্জয় লীলা বানসালির গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি, রাজামৌলির আর আর আর, প্যান নলিনের চেলো শো, মাধবনের রকেট্রি দ্যা নাম্বি এফেক্ট সহ বেশ কিছু মারাঠি ও কন্নড় সিনেমা অস্কারে বিভিন্ন ক্যাটাগরিতে শর্ট লিস্টেড হয়েছে। জানা যাচ্ছে অস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *