স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৬ জানুয়ারি: কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ড্রাই রান শুরু হচ্ছে উত্তর দিনাজপুর জেলায়৷ আগামী ৮ জানুয়ারি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ও ইসলামপুর মহকুমায় প্রথম পর্যায়ে ১৫ হাজার স্বাস্থ্যকর্মীর করোনা টিকাকরণ কর্মসূচির ড্রাই রান শুরু করছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর। উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ৮ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনের ড্রাই রান শুরু করা হচ্ছে৷ প্রথমে স্বাস্থ্যকর্মীদের ও পরবর্তীতে ধীরে ধীরে জেলার মানুষদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকনিশনের ব্যাবস্থা করা হবে।