চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ৪ মে: করোনার আতঙ্ক দূরে সরিয়ে স্বাস্থ্যবিধি মেনে এবার খুলতে চলেছে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। কালীঘাট এবং বেলুড় মঠ কর্তৃপক্ষ বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছে স্যানিটাইজেশনের শেষে ১৫ জুন খোলা হবে কালীঘাট এবং বেলুড় মঠের দরজা। একই সময়ে খোলা হতে পারে তারকেশ্বর এবং আদ্যাপীঠ মন্দিরের দরজাও।
১ জুন থেকে ধর্মীয় স্থানগুলি খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। ওই দিন কালীঘাটে পুণ্যার্থীরা পুজো দিতে গেলেও গর্ভগৃহে প্রবেশ করতে পারেননি। তবে এবার আর নিরাশ হতে হবে না কাউকে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, স্বাস্থ্যবিধি মেনেই আগামী ১৫ জুন খোলা হবে মন্দির। আপাতত স্যানিটাইজিংয়ের কাজ চলছে। পুণ্যার্থীদের সুরক্ষায় মূল ফটকে বসানো হবে একটি স্যানিটাইজ টানেল। পাশাপাশি সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা মাথায় রেখে একসঙ্গে ১০ জনের বেশি পুণ্যার্থীকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
১৫ জুন খুলতে পারে বেলুড় মঠের দরজাও। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে থাকলে দক্ষিণেশ্বর মন্দিরও খুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তবে দক্ষিণেশ্বরর মন্দির খোলার প্রথম দিন পুজো দিতে পারবেন কেবল আমন্ত্রিতরাই। প্রাথমিক এই আমন্ত্রণ ভিত্তিক দর্শনার্থীদের সংখ্যা ৬০ জন। তাঁদের দুদিনে মন্দিরে প্রবেশ করানো হবে। সুরক্ষার কথা মাথায় রেখে মন্দিরের পূজারী ও সেবকরা পিপিই পড়বেন। মন্দির খোলা হবে দুই ভাগে অর্থাৎ সকালে আড়াই ঘন্টা, সন্ধ্যায় আড়াই ঘন্টা করে মোট পাঁচ ঘণ্টা। বসানো হবে বিশেষ স্যানিটাইজার টানেল। সঙ্গে, দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।