স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ এপ্রিল: কালিয়াগঞ্জ কান্ডের বিষয়ে তদারকি করতে জেলায় এল রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। কলকাতা থেকে তারা জেলা সদর রায়গঞ্জে এসে পৌঁছেছে। রায়গঞ্জের কর্নজোড়ায় সরকারি দফতরে বর্তমানে রয়েছেন তারা।
প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ থেকে তারা কালিয়াগঞ্জে যাবেন। কিশোরীর মৃত্যু থেকে শুরু করে দফায় দফায় আন্দোলন, তারপর রাজবংশী যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার সমস্ত ঘটনাপ্রবাহ তারা সরেজমিনে তদন্ত করে দেখবেন। ইতিমধ্যেই কিশোরীর মৃত্যুর ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করেছে রাজ্য ও জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। তারপর থানায় তান্ডব চলে। ভয়ঙ্কর ভাবে আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। যে কারণে আজ এলাকায় পৌছবে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। এই মুহূর্তে তাঁরা কালিয়াগঞ্জ থানায় পৌঁছেছেন। রাজ্য মানবাধিকার কমিশনের আধিকারিক শান্তি দাস বসাক জানান, সবটাই খতিয়ে দেখা হবে।