পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: শনিবার সাত সকালে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুকুরে ভেসে উঠল এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে
পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে, ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
জানা যায়, ডেবরায় ৫/১ গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি পুকুরের কচুরি পানার মধ্যে ওই ব্যক্তির পচা গলা দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ কোথা থেকে এলো তা আমরা বুঝতে পারছি না। ওই ব্যক্তি ডেবরা এলাকার নয় বলেও দাবি তাঁদের। মৃতদেহের অবস্থা দেখে তাঁরা এও দাবি করছেন, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা সহ ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেছে ডেবরা থানার পুলিশ।