আশিস মণ্ডল, বোলপুর, ১৬ নভেম্বর: অনুব্রতর নেতৃত্বে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়লো বোলপুর তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ।
সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল সেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গায়। শনিবারের বৈঠকে কাজল ও অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যরা। বৈঠকে উন্নয়ন নিয়ে আলোচনা ছাড়াও সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় বিকাশ রায়চৌধুরী থাকবেন কোর কমিটির আহ্বায়ক। মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বসবে কোর কমিটির বৈঠক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে জেলার ক্যাপ্টেন হিসেবে রেখেই চলবে সমস্ত কাজ। অর্থাৎ তিনি থাকছেন জেলা কমিটির সভাপতি এবং কোর কমিটির ক্যাপ্টেন। জেলা কমিটি ও কোর কমিটি এক সঙ্গে চলবে কিনা সে বিষয়ে পরবর্তী কোর কমিটির বৈঠকে ঠিক হবে বলে সূত্রের খবর।
কাজল সেখ বলেন, আজ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়। দলনেত্রী এবং যুবরাজ অভিষেকের নির্দেশে বৈঠক হয়েছে। পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, কাজল সেখ বললেন, আমরাও সব সময় বলি ও মানি অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক। তাঁকে আমরা সবাই খুবই শ্রদ্ধা করি। তাঁর পরামর্শ মতো আমরা এগিয়ে চলবো। এক্ষেত্রে কোর কমিটি বা জেলা কমিটি নিয়ে কোনো বিভেদ নেই। আগামী ১৫ ডিসেম্বর রামপুরহাটে কোর কমিটির বৈঠক হবে।