Modi, BJP, ওয়াকফ আইনের বিরোধিতা মানে আম্বেদকরের অবমাননা, সংবিধান কংগ্রেসের কাছে ক্ষমতা অর্জনের অস্ত্র: মোদী

আমাদের ভারত, ১৪ এপ্রিল: ওয়াকফ আইনের বিরোধিতার পথে হেঁটে ভারতীয় সংবিধানের রূপকারের অবমাননা করছে কংগ্রেস। সোমবার হরিয়ানার হিসারে একটি বিমানবন্দর উদ্বোধন করতে গিয়ে মোদী এমনটাই অভিযোগ করেন।

তিনি বলেন, বাবা আম্বেদকর ভারতীয় সংবিধানের সামাজিক ন্যায় বিচারের যে ভাবনাকে প্রাধান্য দিয়েছিলেন, কংগ্রেস তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এরপরই ওয়াকফ আইনের বিরোধিতার প্রসঙ্গে তুলে মোদী বলেন, কংগ্রেস এখন ভোট ব্যাঙ্কের ভাইরাসে আক্রান্ত।

ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার আম্বেদকরের সাম্যের চেতনাকে কংগ্রেস তার ভোটব্যাঙ্ক এবং তোষণের রাজনীতির মাধ্যমে অপমান করেছে বলে অভিযোগ করেন মোদী। তিনি বলেন, কংগ্রেস আমাদের পবিত্র সংবিধানকে ক্ষমতা অর্জনের অস্ত্রে পরিণত করেছে। যখনই কংগ্রেস দেখেছে ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে তখনই তারা সংবিধানকে পদদলিত করেছে।

২০১৩ সালের শেষ পর্বে লোকসভা ভোটের কয়েক মাস আগেই তৎকালীন ইউপিএস সরকার কেন তড়িঘড়ি ওয়াকফ আইন সংশোধন করেছিলেন? সে প্রশ্ন তোলেন মোদী।

প্রসঙ্গত, গত লোকসভা ভোটের প্রচারে কংগ্রেস নেতৃত্ব বারবার অভিযোগ করেছিলেন, কত হাজার বছর ধরে গৌতম বুদ্ধ, সন্ত বাসবেশ্বর, মহাত্মা জ্যোতিরাও ফুলে, মহাত্মা গান্ধী, বাবাসাহেব আম্বেদকরের মত মানুষদের সম্মিলিত প্রজ্ঞার ফলাফলে যে সংবিধান তৈরি হয়েছে তাকে বদলে দেওয়ার জন্য দিন রাত চেষ্টা করছেন মোদী।

চলতি বছরের গোড়ায় “জয় বাপু জয় ভীম জয় সংবিধান” কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব সংবিধান অবমাননার জন্য বিজেপি, আরএসএস- এর বিরুদ্ধে তপশিলি জাতি, জনজাতি এবং অনগ্রসর শ্রেণির ঐক্যের ডাক দিয়েছিল। মনে করা হচ্ছে এবার ওয়াকফ বিরোধিতাকে হাতিয়ার করে মোদী পাল্টা আক্রমণ শানাতে শুরু করলেন। আম্বেদকরের জন্ম দিবসে আগেই জাতীয় ছুটি ঘোষণা করেছিল কেন্দ্র। এবার সেই আম্বেদকরের অবমাননার অভিযোগের তির মোদী ছুড়লেন কংগ্রেসের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *