চন্দ্রকোনার লক্ষ্মীপুরের বাই দিঘি ইকোপার্কের অবস্থা বেহাল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর :
চন্দ্রকোনা ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতর বাই দিঘি ইকোপার্কএর অবস্থা বেহাল। বছর খানেক আগে ঘটা করে উদ্বোধন হলেও, অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে একবছরেই এই মনোরম পার্কটি ভগ্নদশায় পরিণত হতে চলেছে। গ্রামবাসীদের অভিযোগ, পার্কটি দেখাশোনা করার জন্য প্রয়োজনীয় সংখ্যায় লোকজনকে নিযুক্ত করা হয়নি। পঞ্চায়েতের মুষ্টিমেয় কয়েকজন কর্তা পার্কটি দেখভালের সিদ্ধান্ত নেন।গ্রামবাসীদের সাথে তারাএ বিষয়ে কোনো আলোচনা করার প্রয়োজন মনে করে না। পার্কটির গাছপালা শুকিয়ে যাচ্ছে, বসার বেঞ্চ ভেঙ্গে গেছে।

যদিও এসব অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েতের উপপ্রধান শংকর চৌধুরী। তিনি জানান, এই অভিযোগ মিথ্যে। পার্কের গাছে জল দেবার জন্য বা দেখভালের জন্য দুজন কেয়ারটেকার আছে। গাছের ফুল শুকিয়ে যাচ্ছে কারণ কিছু সিজন ফ্লাওয়ার নির্দিষ্ট সময় ফোটার পর তারা এমনিতেই শুকিয়ে যায়। করোনা আবহে মানুষজন পার্কে আসতেন না। সেই জন্য সাময়িকভাবে দেখভালের একটু ত্রুটি হলেও এখন আবার আগের মতোই দেখভাল করা হচ্ছে। আশা করা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে পাঁচটি পার্কের মধ্যে এই পার্কটিও স্থান করে নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *