নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ২৫ ডিসেম্বর:
বেসুরো রাজীবকে ধরে রাখতে এবার উদ্যোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বন মন্ত্রীর সঙ্গে সরাসরি তিনি বৈঠক করতে পারেন। আগামী দু-একদিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজেই রাজিব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন বলে কালীঘাট সূত্রের খবর। শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নয় কয়েকজন বিধায়কের সঙ্গেও সরাসরি কথা বলবেন তিনি।
শুরুটা করেছিলেন শুভেন্দু অধিকারী। বিদ্রোহী শুভেন্দু অধিকারীকে ধরে রাখতে সৌগত রায় তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন। প্রাক্তন পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা পিকে। বৈঠকের রফা সূত্র না মেলায় অবশেষে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন।
শুভেন্দু অধিকারীর দেখানো পথে যাতে রাজীব বন্দ্যোপাধ্যায় না হাঁটেন তার জন্য এবার উদ্যোগী হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিনের মধ্যেই নবান্নে রাজ্যের বনমন্ত্রীকে নিয়ে বৈঠক করতে পারেন তিনি।