সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৫ মার্চ: বিজেপির জেলা সভাপতি পদে বসেই বাঁকুড়া সাংগঠনিক জেলার সাতটি বিধানসভায় জয়লাভে আশাবাদী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শৈশব অবস্থা থেকেই রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে যুক্ত প্রসেনজিৎ জেলা সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করে দৃঢ়তার সঙ্গে জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভাতেই আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে জয় সুনিশ্চিত করবো।
পিতার পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘদিন আরএসএসের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার পাশাপাশি জেলা বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ছাত্রাবস্থায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সক্রিয় কর্মী ও পদাধিকারী প্রসেনজিৎ জেলা বিজেপির সহ সভাপতি থেকে সভাপতি মনোনীত হলেন।
নতুন দায়িত্ব ভার গ্রহণ করে তিনি জানান, আসন্ন
বিধানসভা নির্বাচনে ভালো ফলের পাশাপাশি দলকে ঐক্যবদ্ধ রূপ দিতে পুরাতন ও নতুন কর্মীদের একসূত্রে বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাবো। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়নের জোয়ার বইছে সারা দেশে।রাজ্যে তৃণমূল যে ভাবে মুসলিম তুষ্টিকরণ শুরু করেছে, খোদ কলকাতার বুকে সরস্বতী পুজো বন্ধের হুমকি এসব মানুষ দেখছে, আর আগামী নির্বাচনের জন্য মুখিয়ে আছে বিজেপিকে রাজ্যে শাসন ক্ষমতায় আনতে।
বর্তমানে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলায় সাতটি বিধানসভার মধ্যে চারটি বিজেপির দখলে, জঙ্গল মহলের তালডাংরা, রাইপুরা, নীবাঁধ তৃণমূলের দখলে।বাঁকুড়া লোকসভা আসনটি বিজেপির দখলে থাকলেও গত নির্বাচনে তা হাতছাড়া হয়। এমতাবস্থায় দলের জেলার মূল কান্ডারীর ভূমিকায় তিনি কতটা সফল হবেন তা সময়ই বলবে।