“রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নয়, রাজনীতি করার জন্য ধর্না মুখ্যমন্ত্রীর,” বললেন সুজন চক্রবর্তী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার বামদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডেবরা থানায় অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচির বিষয়বস্তু ছিল আদিবাসী, দলিতদের উপর লাগাতার আক্রমণের প্রতিবাদ, ডেবরা ব্লকে লাগাতার নির্যাতন, আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ, সারা রাজ্যজুড়ে দুর্নীতি ও নৈরাজ্যের প্রতিবাদে পুলিশ প্রশাসনের নির্লিপ্ততা ও শাসক দলের দলদাসে পরিণত হওয়ার কারণে জামালচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে এই অবস্থান বিক্ষোভ।

কর্মসূচির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সুজন চক্রবর্তী বলেন, এবারের বাজেটে এক পয়সাও দেওয়া হয়নি এ রাজ্যকে। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী ধরনায় বসবেন ২৯ ও ৩০ তারিখ আম্বেদকর মূর্তির সামনে। সেই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী আগে ঘোষণা করেছিলেন দিল্লিতে বসবেন। পরে কলকাতাতেই আম্বেদকর মূর্তির পাশে ধর্নায় বসবেন রাজ্যের প্রতি দিল্লির বঞ্চনার প্রতিবাদে। রাজ্যের প্রতি দিল্লির বঞ্চনা, মুখ্যমন্ত্রী তো তার পাশে থাকতেন। তার বিরুদ্ধে তো তিনি কোনো দিন ছিলেন না। বামফ্রন্টের সময় মনে আছে, পশ্চিমবঙ্গকে যাতে টাকা না দেওয়া হয় এটাই মুখ্যমন্ত্রী বলেছিলেন। আমরা বরাবর বঞ্চনার বিরুদ্ধে। যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র কেন্দ্রীয় সরকারের কাছে একবার নয় বার বার দাবি করেছেন যে রাজ্যকে বঞ্চনা করা যাবে না টাকা দিতে হবে।

এখন রাজ্যের টাকা কি আসছে, কি লোপাট হচ্ছে, কি লুট হচ্ছে, কেউ কিছু জানে না। এ রাজ্যে লুটের রাজত্ব চলছে। যদি মনে হয় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বসবেন তাহলে কলকাতা কেন? তাহলে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে বসা উচিত ছিল। হঠাৎ কলকাতায় বসতে শুরু করলেন কেন। এটা বাহানা বলে আমরা মনে করি। রাজনৈতিকভাবে উনি ধরা পড়ে গেছেন। সেই কারণে এখন উনি বিজেপির পুরোপুরি পক্ষে না। একটু আধটুকু বিরুদ্ধে আছেন, এমন একটা ভাব দেখানোর জন্য বসছেন বলে আমার মনে হয়। যদি সত্যি সত্যি শ্বেতপত্র প্রকাশ করে, তবে পশ্চিমবাংলার বঞ্চনার বিরুদ্ধে রাজ্য সরকার কোন মনোভাব নিয়েছে আমরাও বিবেচনা করতে পারবো। কিন্তু উনি রাজনীতি করার জন্য এটা করছেন কোনো বঞ্চনার বিরুদ্ধে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *