Arambagh, Flood, আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যসচিব

আমাদের ভারত, হুগলি, ২২ সেপ্টেম্বর: রবিবার সকাল থেকে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যসচিব। সঙ্গে ছিলেন রাজ্যের একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।

এদিন প্রথমেই পুরশুড়া এলাকায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলার পর আরামবাগের হরিণখোলা গ্রাম পঞ্চায়েত এলাকার হরাদিত্য গ্রামে যান মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকরা। সেখানেও বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। সেখান থেকে সোজা চলে যান খানাকুলের কিশোরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে। এখানেই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়েছিল একাধিক পাকা বাড়ি। তাদের আশ্রয় দেওয়া হয়েছিল অস্থায়ী আশ্রয় শিবিরে। সেখানে এলাকার ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী, নানান সরঞ্জাম, শুকনো খাবার, ছাত্র- ছাত্রীদের বই পত্র তুলে দেন মুখ্য সচিব সহ আধিকারিকরা।

এই এলাকায় বন্যার কবলে পড়ে গৃহহীন হয়ে যান শম্পা পাত্র, পারমিতা লাল, কাশিনাথ বাগ, ঝালাবালা বেরা, রমা রাজ পন্ডিত, পুষ্প মন্ডল, গোবিন্দ পাত্ররা। বন্যার জলের তোড়ে বাড়িগুলি একেবারে ধূলিস্যাৎ হয়ে যায়। এই পরিবারগুলিকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। প্রত্যেককে এক লক্ষ টাকা করে চেক দেওয়া হয়। তবে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে ও ত্রাণ সামগ্রী দেওয়ার পরে রাজ্যের মুখ্য সচিব সহ আধিকারিকেরা যান খানাকুল ২ নং বিডিও অফিসে। সেখানেও বন্যা দুর্গতদের সাথে কথা বলেন মুখ্যসচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *