সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২ ফেব্রুয়ারি: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে দেরি থাকলেও রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। এর মধ্যেই লোকসভা নির্বাচনের আগেই বাঁকুড়া ও পুরুলিয়া সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া জেলা তৃণমূল সুত্রে খবর, চলতি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে প্রশাসনিক সভায় যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই জেলায় আসছেন। এই সফরে জেলায় কোন কোন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন, উপভোক্তাদের কোনো কোন প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে তা নিয়ে প্রশাসনিক মহলে জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ইতিমধ্যেই জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে জেলা শাসক সিয়াদ এন রুদ্ধদ্বার বৈঠক করেছেন। তবে তিনি কবে আসছেন, কোথায় সভা করবেন তা এখনও জানা যায়নি। জেলা প্রশাসন যেমন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কিছু বলতে চাননি তেমনি তৃণমূল নেতারাও মুখ খুলছেন না।তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হবে দক্ষিণ বাঁকুড়ার কোনো এক জায়গায়।
এদিকে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, বাঁকুড়া জেলার মানুষ তৃণমূলকে প্রত্যাখান করেছে। সেখানে মলম লাগাতে আসছেন তিনি। কিন্তু তিনি প্রশাসনিক সভার নাম করে রাজনৈতিক জনসভা করতে আসছেন। জনগণের ট্যাক্সের টাকায় এভাবে দলীয় প্রচার অনৈতিক ও বেআইনি বলে তিনি মন্তব্য করেন।