কলকাতা চলচ্চিত্র উৎসবের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, টিকিট অনলাইনে

রাজেন রায়, কলকাতা, ২ জানুয়ারি: অবশেষে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল উদ্বোধন হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসবের। ৮ জানুয়ারি নবান্ন থেকেই
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি আর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘অপুর সংসার।’ শহরের মোট ৫০টি জায়গায় বড় এলইডি স্ক্রিন লাগানো হবে। যেখানে ভার্চুয়াল উদ্বোধন দেখতে পারবেন সিনেপ্রেমীরা।

শনিবার শিশির মঞ্চে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক তথা উৎসব সভাপতি রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, অভিনেত্রী পাওলি দাম, নন্দনের সিইও মিত্র চট্টোপাধ্যায়। সেখানেই জানানো হয়, করোনা পরিস্থিতির জন্য এবার বাইরের কোনও অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। শুধু সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দিতে আসছেন বলিউড পরিচালক অনুভব সিনহা। সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা বিষয়ে কথা বলবেন তিনি।

সিনেমা, শর্ট ফিল্ম, তথ্যচিত্র মিলিয়ে মোট ১১৭০টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে থেকে এবার ৪৫টি দেশের ৮১টি সিনেমা বেছে নিয়েছেন শ্রীজাত, সোহিনী সেনগুপ্তর মতো বিচারকরা। বাছা হয়েছে ৫০টি শর্ট ফিল্ম। এবারের বাছাই করা সিনেমাগুলির মধ্যে বাংলা ভাষায় সিনেমার সংখ্যা ২৯টি। তাতে একটি মাত্র বাংলাদেশের সিনেমা রয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘নোনাজলের কাব্য।’ থাকছে ‘অভিযাত্রিক’-এর মতো সিনেমাও। প্রয়াত কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে থাকবে বিশেষ প্রদর্শনী।

আরও জানানো হয়েছে, চলতি বছরে কোনও বেসরকারি প্রেক্ষাগৃহে উৎসবের বাছাই করা সিনেমা দেখানো হবে না। এবারে টিকিট ম্যানুয়ালি বুক করা যাবে না। অনলাইনে টিকিট বুক করতে হবে। আর সেক্ষেত্রে মাথা পিছু একটি করেই টিকিট বুক করা যাবে। বুক মাই শো থেকে টিকিট কাটা যাবে। দু’দিন আগে বুক করতে হবে টিকিট। এবার আর পরপর শোয়ের টিকিট কাটা আছে বলে প্রেক্ষাগৃহের ভিতরে বসে থাকা যাবে না। শোয়ের শেষে প্রত্যেককে হল ছেড়ে বেরিয়ে যেতে হবে। তারপর ১৫ মিনিট ধরে চলবে স্যানিটাইজেশন। ১টি করে সিট ছেড়ে বসতে হবে। সঙ্গে রাখতে হবে স্যানিটাইজার। মুখে থাকতে হবে মাস্ক। এবার গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা ছবির জন্য মিলবে নগদ ৫১ লক্ষ টাকা। সেরা তথ্যচিত্র পাবে ৫ লক্ষ টাকা। ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *