Chief Minister, inaugurated, Medinipur, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের সারতা পঞ্চায়েতের বনাই বাসন্তী বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন হয়। বনাইয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ওই দমকল কেন্দ্র থেকে সবং, পিংলা, নারায়ণগড়, খড়্গপুর গ্ৰামীন এলাকায় কোনও বিপর্যয় হলে পৌঁছনো সহজ হবে। এই প্রথম রাজ্যের মধ্যে প্রথম কোনো গ্ৰামীন এলাকায় এই দমকল কেন্দ্র চালু হলো। পাশাপাশি ডেবরা ব্লকের স্থানীয় বিধায়ক হুমায়ুন কবির – এর উদ্যোগে জাতীয় সড়কের পাশে একটি দমকল কেন্দ্র খোলার জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে।

অন্যদিকে নারায়ণগড়ের বেলদা ও গোয়ালতোড়ে নতুন বাস টার্মিনাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ক্ষীরপাইয়ের বাস টার্মিনাস গড়ে ওঠবে। এদিন তার শিলান্যাস হয়। কেশপুর-ঘাটাল রাজ্য সড়কের পাশে কেশপুরে দু’টি যাত্রী প্রতীক্ষালয়ের শিলান্যাস হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, বিডিও কৌশিক রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *